সংবাদ শিরোনাম
‘চন্দ্রমল্লিকা’
ফুলের দোকানের গাজরাগুলো চুপচাপ তাকিয়ে থাকে আমার দিকে
তাদের চোখে এক ধরনের অনুরোধ জমে ওঠে প্রতিদিন;
বারবার যেন ফিসফিস করে বলে,
‘নিয়ে চলো আমাদের,
তুলে দাও তার হাতে।’
কিন্তু কেমন করে বুঝাই তাদের সে তো আর আসে না,
সেই পথেই হাঁটে না এখন;
দরজা-জানালা বন্ধ চিরতরে
আমাদের কথার আর কোনো বাতাস বয় না ঘরে।”
– ওমর রিদম
শিক্ষার্থী ও লেখক
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর




আপনার মন্তব্য প্রদান করুন...