ইসদাইরে রাজ্জাক বাহিনীর হাতে অপহরণ মোবারক-নজরুলের সন্ধ্যান পায়নি পুলিশ!
চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী রাজ্জাক ও তার বাহিনী সদস্যদের হাতে মাত্র দুই মাসের মধ্যে মোবারক হোসেন (৩২) ও নজরুল ওরফে বগল (২০) নামের দুই যুবক অপহরণ এবং পরবর্তীতে গুম করা হয়েছে। এঘটনায় পুলিশ সাজু ওরফে ছোট সাজুসহ চার জনকে গ্রেপ্তার করলেও অপহৃতদের উদ্ধার করতে পারেনি! এরইমধ্যে, ফতুল্লা মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে মোবারক হোসেন ও নজরুল ইসলাম বগলের পরিবার।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়- চলতি বছরের ১২ অক্টোবর ফতুল্লার ইসদাইরস্থ ভাড়া বাসা থেকে রাত দুইটার দিকে লেগুনা নজরুল ওরফে বগলকে ডেকে নিয়ে যায় ওয়াসিম ও তার সহোযোগিরা। কিন্ত রাত শেষ হয়ে দিন অতিবাহিত হলেও নজরুল ওরফ বগল ফিরে আসায় পরিবারের সদস্যরা ওয়াসিমের বাবা রাজ্জাক সহ অপর অভিযুক্তদের নিকট যায়। সেখানে তারা নজরুল ওরফে বগলের বিষয়ে জানতে চাইলে তারা বলে যে তাদের নিকট আছে। এ বিষয়ে বেশী কথা বললে বা আইনের আশ্রয় নিলে তাদেরকে হত্যা করার হুমকি প্রদান করে। বিভিন্ন স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে নজরুল ওরফে বগলের বাবা হরমুজ মুন্সি ৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় ওয়াসিম (২০), জসিম (২৩) তাদের পিতা, রাজ্জাক (৫০), ফরিদ (৪৮) ও আলী (৪৮) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় অপহরণ এবং গুমের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, এই একই চক্রের হাতে ১৮ নভেম্বর রাত একটার দিকে ইসদাইর নতুন বাজার মসিজদ সংলগ্ন রাস্তা থেকে মোবারক হোসেন নামের অপর এক যুবক অপহৃত হয়। এ ঘটনায় মোবারক হোসেনের বাবা খলিল বাদী হয়ে ঘটনার ৫ দিন পর ২৩ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, ১৮ নভেম্বর রাত ১টার দিকে চাষাড়া বালুর মাঠ থেকে বাসায় ফেরার পথে ইসদাইর নতুন বাজার মসজিদের সামনে আসা মাত্র লিটন আলীর নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী মেবারক হোসেন কে অপহরণ করে। পরবর্তীতে ২৩ নভেম্বর অপহৃত যুবক মোবারকের বাবা মোঃ খলিল বাদী হয়ে লিটন আলী, জাকির হোসেন, জসিম, বুলু ও রাজ্জাক সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর লিটন আলী ওরফে সোর্স লিটন সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। দেড় মাসের ব্যবধানে মোবারক হোসেন ও নজরুল ওরফে বগল নামের দু’যুবক অপহরণ ও গুমের ঘটনায় স্থানীয়বাসীর মাঝে আতংক ছড়িয়ে পরেছে।
অপরদিকে, অপহৃত যুবক মেবারক হোসেন কে উদ্ধার সহ অভিযুক্ত আসামীদের গ্রেফতারে দাবীতে রোববার জেলা আদালত চত্ত্বরে মানব বন্ধন করেছে অপহৃতের পরিবারের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য তথ্য মতে, অপহৃত দুই যুবক মোবারক হোসেন ও নজরুল ওরফে বগল অভিযুক্ত রাজ্জাকের হয়ে কাজ করতো। হয়তো মাদক ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, দুই যুবকের অপহরনের ঘটনায় পুলিশ প্রথমে লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শনিবার ছোট সাজুকে পুলিশ গ্রেপ্তার করে। তবে অপহৃত মোবারক ও নজরুলের বিষয়ে তারা কোন সন্ধান পায়নি।








আপনার মন্তব্য প্রদান করুন...