বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ সুপারের সুদৃষ্টি চায় জেলাবাসী সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল ডিবির অভিযানে ১২টি ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

‘সোনারগাঁয়ে বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই’

খবর প্রতিদিন রিপোর্ট / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জোরদার হয়েছে বিএনপির প্রচারণা। কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে গিয়াসউদ্দিন উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রচারণা চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা যেন বিজয় লাভ করে, সেজন্য আজকে সোনারগাঁয়ের সাদিপুরে প্রথম গণসংযোগ শুরু করেছি। যারা এখানে ধানের শীষের প্রার্থী হবেন, তাদের ভোট দিয়ে বিজয়ী করবেন।” তিনি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ের সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান।

গিয়াসউদ্দিন আরও বলেন, “আজ দেশের জনগণ বিএনপির ওপর আস্থাশীল। সোনারগাঁও একটি ঐতিহ্যবাহী এলাকা। আমরা সোনারগাঁয়ের মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করব। এখানে যোগ্য, দক্ষ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও আমরা কাজ করব। সোনারগাঁয়ে বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই।”

এ সময় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব জি এম কায়সার রিফাত, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সাদিপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি মো. শাহ আলম কিরন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিলবর হোসেন, সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন প্রধানসহ অন্যান্য নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর