রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সর্বশেষ জুলাইয়ের পর আজ প্রথমবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ

খবর প্রতিদিন রিপোর্ট / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সম্প্রতি হোয়াইট ওয়াস জয়ের সুখস্মৃতি নিয়ে আজ আবুধাবিতে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাকের আলি অনিকের দলের কাছে ধবলধোলাই হওয়া আফগানিস্তান। সর্বশেষ জুলাইয়ের পর আজ প্রথমবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর খেলতে নেমে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ একাদশ থেকে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। এক পরিবর্তন অবশ্য অবধারিতই ছিল। কেননা লঙ্কানদের বিপক্ষে খেললেও এই সিরিজে নেই পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনারের বিপরীতে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এতে করে ওয়ানডেতে অভিষেক হচ্ছে সাইফের। অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারি ও মুস্তাফিজুর রহমানের বিপরীতে দলে নিয়েছে নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদকে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ থেকে পয়েন্ট অর্জন করতে হবে অধিনায়ক মিরাজের দলকে। র‌্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি খেলবে জিম্বাবুয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।

বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

আফগানিস্তানের একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেওয়ালিয়া খারোতে, এএম গাজানফার ও বশির আহমেদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর