র্বতমানে কোটি টাকা রোজগার করলে ও বড় খরচের আগে তিনি এখনো দ্বিধায় থাকেন “বরুন চক্রবর্তী’’
ভারতরে তারকা স্পিনার বরুণ চক্রর্বতী প্রকাশ্যে স্বীকার করছেন যে র্অথ নিয়ে তার সংগ্রাম ছিল এবং তার মধ্যবত্তি মানসকিতার কারণে তার একমাত্র বিনিয়োগ ছিল ফিক্সড ডিপোজটি। র্বতমানে কোটি টাকা রোজগার করলে ও বড় খরচের আগে তিনি এখনো দ্বিধায় থাকেন।
চক্রর্বতী ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ অনুষ্ঠানে বলেন, ‘আমি র্অথ নিয়ে সংগ্রাম করেছি। আমি যে একমাত্র বিনিয়োগ জানতাম তা ছিল ফিক্সড ডিপোজটি। আমার সাধারণ মধ্যবত্তি মানসকিতা। আমি জানি র্অথ কত শক্তশালী। যদি কিছু খুব শক্তিশালী হয়, তবে আপনাকে তা সর্ম্পূণভাবে ব্যবহার করতে হবে। আমি মনে করি, শুধু নিজের জীবন পরর্বিতনের জন্য র্অথ খরচ না করে আপনি অন্য কারো জীবনও পরর্বিতন করতে পারেন; সেটাই আরো শক্তশালী। তিনি আরো যোগ করেন, ‘৩০ বা ৪০ লাখ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারো দুই বা তিন পুরুষের র্অথের সমস্যা মটোনো যায়। একবার পছন্দ হয়ে ছিল বলে ৩ লাখ টাকার একটা ঘড়ি কিনেছিলাম। কিন্তু সেটাও পরতে পারি না, আলমারিতে রাখা আছে। যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকেই সাধারণ জীবনযাপন করে। তাদের সামনে দামি ঘড়ি পরলে মনে হয়, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।
ভারতের র্জাসিতে বরুণের অভিষেক ২০২১ সালে। সেই বছর দুবাইয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনটি ম্যাচ। উইকেট নিতে পারেননি, এরপর দল থেকে বাদ পড়লেও গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের বিপক্ষে ফিরে আসেন। র্বতমানে বরুণ ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা বোলার। চক্রর্বতীর গল্প শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। তিনি স্থপতি এবং ২০১৪ সালে ‘জিভা’ নামের তামিল চলচ্চিতরে অভিনয় করছেন।








আপনার মন্তব্য প্রদান করুন...