গরীবুল্লাহ শাহ (রঃ) এর শিরনি দিবস পালিত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দীতে অবস্থিত হযরত শাহাজালাল (রঃ) এর সফর সঙ্গী হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) এর পবিত্র ওরশ উপলক্ষে শিরনি দিবস (৪ জানুয়ারী) রোববার পালিত হয়েছে। এ দিনে প্রতি বছরের ন্যায় এলাকার হাজার হাজার নারী পুরুষ মাজারে উপস্থিত হয়ে শিরনি খেয়ে থাকেন। তবারক হিসেবে অনেকে বালতি, বল, ইত্যাদী পাত্রে ভরে শিরনি বাড়ীতেও নিয়ে যান। সকাল থেকেই সাড়ি সাড়ি ভাবে বড় ডেকচিতে করে বসানো হয় রান্নার কাজ। বিকেলে শিরনী বিতরণ করা হয়। মাজারের সংশ্লিষ্ট ব্যাক্তিরা এ আয়োজন করে থাকেন।
হযরত শাহা জালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) যে ৩৬০ জন আউলিয়া নিয়ে এ দেশে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তাদের দুজন ছিলেন হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) ও হযরত জঙ্গলী শাহ (রঃ)। জনশ্রুতি অনুযায়ি তাদের দুজনের পবিত্র মাজার শরীফ রয়েছে এখানে। এ মাজার শরীফকে কেন্দ্র করে মাজার এলাকায় গত প্রায় ৪ শ বছর ধরে প্রতি বছর মাস ব্যাপী পবিত্র ওরশ পালন করাসহ ফকিরী ও বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর আনুষ্ঠানিক ভাবে এ মেলা নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হলেও এ বছর পবিত্র ওরশ পালন ও মেলা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করেছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের অনুমতি পেলে মাঘ মাসে উদিত চাঁদের পাঁচ তারিখ থেকে ওরশ ও মেলা এক সাথে চলবে।
মাজারের খাদেম মো. হযরত আলী ফকির জানান, কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের অনুমতি আনতে পারলে এ বছর ওরশ ও মেলা দুটোই অনুষ্ঠিত হতে পারে। এলাকাবাসি জানান, এ মাজারকে উপলক্ষ করে প্রতি বছর ওরশ ও মেলার সময় হাজার হাজার দর্শণার্থী ও পাগল ফকিরের সমাগম ঘটে। এটি অত্র এলাকার প্রায় ৪ ম বছরের ঐতিহ্য।








আপনার মন্তব্য প্রদান করুন...