কারাগার থেকে মুক্ত হয়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শ্রমিক নেতা আসলাম

খবর প্রতিদিন রিপোর্ট : মিথ্যে অভিযোগে ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন শ্রমিক নেতা এসএম আসলাম। গতকাল রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন। এদিকে শ্রমিক নেতা আসলামের মুক্তির খরবে সিদ্ধিরগঞ্জ বিভিন্ন ওয়ার্ডের মানুষ ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠে জড়ো হয়। সন্ধ্যায় শ্রমিক নেতা এসএস আসলাম জামিনে মুক্ত হয়ে ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠের সামনে পৌছলে হাজারো মানুষ তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে অভিনন্দন জানান।
এরপর ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে পায়ে হাজারো কর্মী-সমর্থক তাদের নেতাকে নিয়ে হেটে গোদনাইল বার্মাশীল, এসও রোড় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। গোদনাইল এসও ডিপো গেইট এলাকায় পৌছে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক নেতা এসএম আসলাম হাজারো মানুষের ভালোবাসা প্রদানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, তাকে ষড়যন্ত্র করে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি’র দিক নির্দেশকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, তার বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত করা হোক। যদি তদন্তে তিনি দোষী সাবস্ত হন তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবেন।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগে আটকাদেশ দেয়া হয়েছে তা তার রাজনৈতিক জীবনের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। তিনি কোন ধরনের অন্যায়ের সাথে জড়িত নন। তদন্তে তিনি জড়িত না হলে তাকে পুনরায় বিএনপিতে বহাল রাখারও দাবী জানান তিনি। উল্লেখ্য, চাদাবাজির মিথ্যে অভিযোগে গত ৭ আগষ্ট নারায়ণগঞ্জ পুলিশ তাকে অফিসে ডেকে নিয়ে যান। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। তার আটকাদেশের ফলে পুরো বাংলাদেশে শ্রমিক নেতা আসলামের মুক্তির দাবীতে ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন প্রতিবাদ সভা করেন এবং মুক্তির দাবী জানান। এদিকে কালো আইনে শ্রমিক নেতা এসএম আসলামকে আটকাদেশ কেন অবৈধ হবেনা এই মর্মে মহামান্য হাই কোট রুল জারি করেন। যার ফলে আটকাদেশ স্থাগিত করে মহামান্য আদালত আসলামের জামিন মঞ্জুর করেন। যার ফলে ৭দিন আগেই আজ রবিবার কারাভোগ থেকে মুক্তি লাভ করে শ্রমিক নেতা এসএম আসলাম।
আপনার মন্তব্য প্রদান করুন...