রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তায় পালিত হবে দুর্গোৎসব

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চলতি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদিয় দুর্গাপূজা। প্রতিবছরের ন্যায় এবারও জমজমাট ভাবে এই উৎসব পালন করার প্রস্ততি নিচ্ছেন সংশ্লিষ্ঠরা। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ২২৩টি মন্ডপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

জলো প্রশাসন সূত্র জানায়, এবারের র্দুগাপূজায় সদর উপজলোয় ৭৯টি, বন্দর উপজলোয় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জ উপজেল্য়া ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠতি হবে। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ২২৩টি মণ্ডপ।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপার জানান, আসন্ন দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

পুলিশ সুপার আরও জানান, এবার সাদা পোশাকে পুলিশও দায়ত্বি পালন করবে। র্সাবক্ষণিক খোলা থাকবে একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি মন্দির কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, তারা যে কোন প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।

এছাড়া প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা হবে বলে জানা গেছে। এ নিয়ে জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ পূজা উৎযাপন কমিটির সাথে শীগ্রই আলোচনা সভারও ব্যবস্থা করবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর