জনভোগান্তিতে সাধারণ মানুষ, দেখার যেন কেউ নেই

নারায়ণগঞ্জ শহরে ও শহরতলী এবং আশপাশের এলাকায় অটো ভাড়া অন্যান্য জেলার তুলনায় বেশী ভাড়া আদায় করা হচ্ছে বলে শহরের ও শহরতলীর বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ করছেন।
ভুক্তভোগীরা জানান, হাসিনা সরকার সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা নির্ধারণ করার কারণে অটোচালকরাও দীর্ঘদিন যাবত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা আদায় করছে। শহরের ভিক্টরিয়া হাসপাতাল থেকে চাষাঢ়া মোড় পর্যন্ত ২০ টাকা আদায় করছে দীর্ঘদিন যাবত। চাষাঢ়া মোড় থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত ২০ টাকা ভাড়া আদায় করে থাকে অটোচালকরা। অথচ এসকল স্থানের দূরত্ব এক কিলোমিটারের বেশী নয় বলে ভুক্তভোগী সাধারণ মানুষ জানান।
অটোতে উঠে ২০ গজ পরে নেমে গেলেও ১০ টাকা ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সাথে অহরহ ঝগড়া হাতাহাতি হতে দেখা যায়। ২নং রেলগেইট থেকে সাইনবোর্ড পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি ৩৫ টাকা অথচ অটো চালকরাও ৩৫ টাকা ভাড়া আদায় করছে।
অভিজ্ঞমহলের মতে, সিএনজি ও অটোর ভাড়ার পরিমাণ একই প্রকার হওয়া যুক্তিগত নয়। কারন একটি সিএনজির মূল্য ৪/৫ লক্ষ টাকা এবং গ্যাসে চলে। এজন্য সিএনজির গতি অটোর তুলনায় দ্বিগুন। এছাড়া শহরের ২নং রেলগেইট থেকে শহরতলীর বাংলা বাজার দেওয়ানবাড়ী, গোগনগর, সৈয়দপুর, মুক্তারপুর ব্রিজ, পঞ্চপটি সহ বিভিন্ন এলাকার অটোভাড়া অযৌক্তিকভাবে বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারন মানুষের।
আপনার মন্তব্য প্রদান করুন...