৩১ দফাতেই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো: অ্যাড. সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ছিল একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন। আজ সেই বিএনপি দেশের একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দলের একজন কর্মী হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমাদের জনগণের পাশে থাকতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে সুশাসন, জবাবদিহিমূলক প্রশাসন ও প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যদি ভালোবেসে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে ইনশাল্লাহ আমরা সেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব।
নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় শহরের থানা পুকুর পাড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সব সময় বলতেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস’। আমরা এমন এক নেতার উত্তরসূরী, যিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।”
মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী লিটনের সঞ্চালনায় ও দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জেটির তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান।








আপনার মন্তব্য প্রদান করুন...