বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ সুপারের সুদৃষ্টি চায় জেলাবাসী সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল ডিবির অভিযানে ১২টি ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

সরকারি হাসপাতাল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সরকারি হাসপাতাল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা : ডিসি

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর জোর দেন। তিনি মন্তব্য করেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বিস্তার রোধ এবং মশার কামড় থেকে নিজেদের রক্ষা করা অপরিহার্য। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে।” এছাড়া, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।

জেলা প্রশাসক আরও বলেন যে, সরকারি হাসপাতালগুলো মূলত দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা। সরকারি হাসপাতালে তুলনামূলক কম বা বিনামূল্যে চিকিৎসা খরচ, ঔষধ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানের কারণে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়। তিনি চিকিৎসকদের প্রতি মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এছাড়াও হাসপাতাল চত্বরে জেলা প্রশাসক একটি নারিকেল গাছের চারা রোপণ করেন এবং “গ্রিন এন্ড ক্লিন” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর