বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ সুপারের সুদৃষ্টি চায় জেলাবাসী সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল ডিবির অভিযানে ১২টি ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

শতবর্ষী ফজিলাতুন্নেসার পাশে দাড়ালেন জেলা প্রশাসক

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রশাসকের অভূতপূর্ব মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর চুনকা পাঠাগারের সামনে শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেসার পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শতবর্ষী ফজিলাতুন্নেসাকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, পিঁয়াজ, আলু, কেক, বিস্কিট, রুটি, নুডুলস, বিছানার চাদর, কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চুনকা পাঠাগারের সামনে তাকে এই উপহার সামগ্রী দেওয়া হয়। এই সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এর মানবিকতার এক অপূর্ব দৃষ্টান্ত আবারও স্হাপন করলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, শতবর্ষী ফজিলাতুন্নেসার বয়সের বাঁধা অতিক্রম করে এখনও আত্মসম্মান বজায় রেখে কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের জীবিকা নিজে অর্জনের এই সংগ্রামকে সকলের জন্য অনুসরণীয় বলে তিনি উল্লেখ করেন। ফজিলাতুন্নেসার এই সংগ্রাম আমাদের বাংলার আবহমান কালের মা বোনদের সংগ্রামী মনের পরিচায়ক বলে তার ভুয়সী প্রশংসা ও করেন জেলা প্রশাসন জাহিদুল ইসলাম মিঞা।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, জেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

এছাড়াও ফজিলাতুন্নেসার মতো যারা নিজেদের জীবন সংগ্রামে সকল বাঁধা এড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন তাদের পাশে থাকার ও প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব নাইমা ইসলাম সহ জেলা সমাজ সেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর