বিএনপি নেতা বাবুলের উদ্যোগে খানপুর হাসপাতালের রাস্তা সংস্কার
দীর্ঘ প্রায় তিন বছর অবহেলিত অবস্থায় পড়ে থাকা নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের প্রধান ফটকের সামনের ভাঙাচোরা রাস্তা অবশেষে সংস্কারের আওতায় এসেছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই সড়কটি হাসপাতালগামী রোগী ও স্বজনদের জন্য এক মহাদুর্ভোগে পরিণত হয়েছিল। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন, কিন্তু ভাঙা রাস্তায় রিকশা, ভ্যান ও অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় চিকিৎসা পেতে দেরি হচ্ছিল; ফলে অনেক সময় রোগীর অবস্থাও আশঙ্কাজনক হয়ে উঠতো।
এই জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বাবুলের নির্দেশে তার প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়াশিং প্লান্ট-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল নিজে উপস্থিত থেকে রাতভর শ্রমিকদের সঙ্গে কাজ করে হাসপাতালের প্রধান ফটকের রাস্তা সংস্কার সম্পন্ন করেন।
সংস্কার কাজের সময় জহির আহমেদ সোহেল বলেন, নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। আমাদের বাসার কাছেই এই হাসপাতাল, প্রতিদিন এই পথে অসংখ্য রোগী কষ্টভোগ করেন। বড় ভাই আবু জাফর আহম্মেদ বাবুলের নির্দেশনায় আমরা মানুষের এই কষ্ট লাঘবের জন্য কাজ শুরু করেছি। রাজনীতি মানে মানুষের সেবা — সেই বিশ্বাস থেকেই আমরা জনগণের পাশে থাকতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমরা জনকল্যাণমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখবো।”
এর আগেও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন আবু জাফর আহম্মেদ বাবুল। সম্প্রতি তিনি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৭০০টি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের নিয়ে সক্রিয়ভাবে অংশ নেন।
হাসপাতালের জলাবদ্ধতা নিরসনে তিনি একটি পানির পাম্প স্থাপনের ব্যবস্থাও করেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়দের অনেকে বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা ছিল চলাচলের অনুপযোগী। রোগী বহন করতে গিয়ে রিকশা ও ভ্যান উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। এ ধরনের মানবিক উদ্যোগ খুব প্রয়োজন ছিল।








আপনার মন্তব্য প্রদান করুন...