বন্দরের এনায়েতনগরে ময়লার ভাগাড়
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর–টু–মদনগঞ্জ সড়কের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগরের প্রবেশ মুখ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার পাশে ময়লার স্তুপের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধে পথচারীদের চলাচল যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকিও আশঙ্কাজনক হারে বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারও মানুষ শহরের দিকে যাতায়াত করেন। রাস্তাটির পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু কিছু অসচেতন ও স্বার্থান্বেষী ব্যক্তি দীর্ঘদিন ধরে এনায়েতনগরের প্রবেশ মুখে রাস্তার ধারে ময়লা-আবর্জনা ফেলে রাখছে। ফলে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, জমে থাকা পচা বর্জ্যে সৃষ্টি হয়েছে মশা, মাছি ও কীটপতঙ্গের উপদ্রব।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়লার স্তুপের কারণে পরিবেশ এতটাই নোংরা হয়ে গেছে যে এলাকাটি এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।
একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন-রাত এই দুর্গন্ধে থাকা যায় না। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অথচ কেউ আসছে না এই ময়লা সরাতে।
আরেকজন দোকানদার জানান, প্রতিদিন এখানে বাজারের ও ঘরের ময়লা ফেলা হয়। মাছি-মশার উপদ্রব বেড়ে গেছে। রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে গেছে। প্রশাসন যদি একবার নজর দিতো, তাহলে এ অবস্থার অবসান হতো।”
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এমন অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলা কেবল পরিবেশ দূষণ নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। এতে ডেংগু, টাইফয়েড, ত্বকের সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে।
এলাকাবাসীর অভিযোগ, ২১ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ময়লা সংগ্রহ কার্যক্রম প্রায় বন্ধের মুখে। নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে রাস্তার পাশে ময়লা ফেলছে। স্থানীয়দের মতে, নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
একজন সমাজকর্মী বলেন, এনায়েতনগর এলাকাটি জনবহুল। অথচ এখানে কোনো নির্দিষ্ট ময়লার জায়গা নেই। মানুষ বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলছে। এটা এখন জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।”
রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য রিকশা, ভ্যান, ট্রাক ও সাধারণ যাত্রী চলাচল করেন। বৃষ্টির সময় ময়লার স্তূপে পানি জমে রাস্তাটি কাদায় পরিণত হয়, এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে রাস্তা পরিষ্কার রাখেন এবং নিয়মিত ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ করেন। জনগণের মৌলিক নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
পরিবেশ ও নাগরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা ও প্রশাসনিক উদ্যোগ একসঙ্গে প্রয়োজন। সবাই মিলে দায়িত্বশীল হলে এনায়েতনগরকে পুনরায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা সম্ভব।








আপনার মন্তব্য প্রদান করুন...