রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের যানজটের কারণ চিহ্নিত করে কাজ শুরু করেছে পুলিশ: এসপি

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দীনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট। এ সমস্যার মূল কারণগুলো পুলিশ চিহ্নিত করেছে এবং তা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিকভাবে পুলিশ কাজ করছে। মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।”

এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, সিনিয়র সাংবাদিক সালাম জুবায়ের, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনসহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর