বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ সুপারের সুদৃষ্টি চায় জেলাবাসী সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল ডিবির অভিযানে ১২টি ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট

খবর প্রতিদিন রিপোর্ট / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নাম্বার ওয়ার্ডের বামাস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি, তেলচুরি এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্বপনবাহিনী। এলাকাবাসী মুখ খুলতে সাহব পাচ্ছেন না ওই বাহিনীর ভয়ে। যে তাদের বিরুদ্ধে কথা বলেন তাদের উপর নেমে আসে নানামুখী নির্যাতন। দ্রুত এই মাদক, চাঁদাবাজ ও চোরাই তেলের সিন্ডিকেট রুখে দিতে এদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, গেল ফ্যাসিস্টদের দোসর হিসেবে এক নামে ওই এলাকায় পরিচিত স্বপন ও নাজিম বাহিনী। গেল আওয়ামীলীগের আমলে চোরাই তেলের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন। চোরাই তেলের অন্তরালে মাদক ব্যবসার সাথেও তারা জড়িত। এই বাহিনীর প্রধান স্বপন তার সেকেন্ড ইন কমান্ড নাজিম। এই বাহিনীর প্রধান স্বপনকে গ্রেফতার করলেই তেল চুরি ও তার অন্তরালে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সকল খবর বের হয়ে আসবে।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল কাদিরের পুত্র স্বপন ও আলী নেওয়াজের ছেলে নাজিম দীর্ঘদিন ধরে এলাকায় তেলচুরি ও মাদক ব্যবসা পরিচালনা করছেন। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির অন্যতম সহযোগী স্বপন এখনও বহাল তবিয়তে তেলচুরি তার অন্তরালে মাদক ব্যবসা ও বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে।

এলাকাবাসীর একাধিক অভিযোগে উঠে এসেছে, এই দুইজনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তেলচুরি ও অবৈধ মাদকের বিস্তার ঘটিয়ে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে কথা বললে হুমকি-ধামকি ও হয়রানির শিকার হচ্ছেন অনেক সাধারণ মানুষ। মাদক ও চোরাই তেলের কারবার দিনের বেলায়ও চলে। লোকজন মুখ খুলতে ভয় পায়। কারণ এরা ফ্যাসিষ্টদের দোসর ও বর্তমানে ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সহযোগীতায় রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকার সচেতন মহল এই বিষয়ে প্রশাসনের দ্রুতত হস্তক্ষেপ কামনা করেছে।

তাঁরা মনে করছেন, স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় এ ধরনের অপরাধের বিস্তার হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বলেন, ওই এলাকায় তেলচুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিষয়টি শুনেছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, বার্মাস্ট্যান্ড এলাকায় নদীর পারে ও বিভিন্ন জায়গায় জ্বালানি তেল চুরি করছে এমন কয়েক জনের নাম এসেছে। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে খুব শিগ্রই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর