রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাকিব ও ইফতি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি–কে সদস্য হিসেবে কো–আপ্ট করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ অন্তর্ভুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে।

জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, এই অন্তর্ভুক্তি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমরা যুব সমাজের সংগঠন হিসেবে মাঠের আন্দোলন ও সাংগঠনিক বিস্তারে নতুন উদ্যমে কাজ করবো।

সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার সুযোগ আমাদের জন্য এক নতুন দায়িত্ব। আমরা সারা দেশে সংগঠনকে আরও প্রসারিত করতে কাজ চালিয়ে যাবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর