বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পে যুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি গোদনাইলে স্বপন-নাজিমের চাঁদাবাজি মাদক ব্যবসা ও তেলচুরি জমজমাট অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ সুপারের সুদৃষ্টি চায় জেলাবাসী সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা দৈনিক ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার ফটোসাংবাদিক হাবিবের পিতার ইন্তেকাল ডিবির অভিযানে ১২টি ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই। স্বপ্ন দেখতে চাইলে নিজের মনকে সুন্দর রাখতে হবে এবং দেখাতে চাইলে পরিবেশকে সুন্দর করতে হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরনে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, আমাদের নগরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সকলকে সচেতন করতে হবে।

এসময় জেলা প্রশাসক বলেন পরিবেশ পরিচ্ছন্ন থাকলে নতুন প্রজন্ম সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। আর এটি করতে পারলে একটি সুন্দর নগর গড়ে তোলা সক্ষম হবে।

এ সময় সরকারি দপ্তর, বিকেএমইএ, বিজেএমইএ, চেম্বার অব কর্মাস, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ বর্জ্য ব্যবস্থাপনা ও নিদিষ্ট স্থানে অপসারণের বিষয়ে যোক্তিক মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক তাদের কথা শুনেন এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে অপসারনের বিষয়ে মতামত প্রকাশ করেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, রোডস এন্ড হাইওয়ে, গণপূর্ত, জেলা পরিষদ, এলজিডি, সিটিকপোরেশন, ব্যবসায়ী সংগঠন ও ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর