রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

আড়াইহাজারের লেংগুরদীতে ভয়াবহ ডাকাতি

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী গ্রামে ঘটেছে এক ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে গ্রামের বাসিন্দা কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার বাড়িতে হামলা চালায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাতদলটি বাড়িটির রান্নাঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। ঢুকেই তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে এবং লুটপাট শুরু করে।

ডাকাতরা ঘরে থাকা নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা) এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন) নিয়ে যায়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তারা বাড়ির ভেতরে তাণ্ডব চালিয়ে যায়।

এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলেও আশপাশের কেউ ভয় পেয়ে বাইরে বের হননি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের দাবি, সম্প্রতি ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ছোটখাটো ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা এলাকাজুড়ে পুলিশ টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, রাতের বেলা অচেনা লোকজন প্রায়ই এলাকায় ঘুরে বেড়ায়। পুলিশের টহল না থাকায় এসব ডাকাতরা সুযোগ নেয়। এই ঘটনার পর পুরো এলাকা আতঙ্কে আছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর